• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

জাহিদ হাসান সাগরের বাবা শিরোনামের গানটি সবার মন কেড়েছে

রিপোর্টারঃ / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ মা কে নিয়ে হাজারো গান রয়েছে। রয়েছে বিস্তর কবিতা নাটক। কিন্তু বাবাকে নিয়ে তেমন একটা গান কবিতা, নাটক কিংবা মন ছূঁয়ে যাওয়া রচনা চোখে পড়ে না। এবার বাবা শিরোণামের গানটি বাবাদের নিয়ে লেখার আক্ষেপ কিছুটা হলেও ঘুচিয়েছে। গানটির রচনাকাল ২০০১-২০০২ সালের দিকে। প্রথমে গানটি শিল্পী আবদুল জলিল গেয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে গান পরিবেশন ও ভিডিওচিত্র ধারণ করে নিজের ইউটিউব চ্যানেলে দিয়েছেন গানটির স্রষ্টা তরুণ গীতিকার ও নাট্যব্যক্তিত্ব জাহিদ হাসান সাগর।

বগুড়া জেলার ধুনট উপজেলার যমুনাতীরের ভান্ডারবাড়ী তালুকদার পরিবারের সন্তান জাহিদ হাসান সাগর ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন তারই জ্ঞাতিভাই পরিচালক আবু সাঈদ এর নিপূণ হাতের কাজ দেখে দেখে। শৈশবেই দাগ কাটে তার হৃদয়ে আবু সাঈদের বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও নাটক। যার যমুনাপাড়ের ভান্ডারবাড়িতেই চিত্রধারণ করা হয়। নাটকের গান, আবহ সঙ্গীত, শিল্প নির্দেশনা, নাটকের স্ক্রিপ্ট, অভিনয়ের বাস্তবতা, ক্যামেরা, লাইটের এ্যাকশন দেখে ও শুনে জাহিদ হাসানের মান ও মানসিকতা তৈরি হয়েছে। সেই নব্বইয়ের দশকের প্রথমেই হাইস্কুলে পড়া অবস্থায় তার কাব্যগ্রন্থ বাবার লাশ প্রকাশিত হয়। তখন থেকে তার লেখার অনেকখানি জুড়ে রয়েছে বাবা।

 

বাবা শিরোনামের কথাগুলো যেমন সহজ সরল, তেমনি সুরটিও মন ছূঁয়ে যাওয়া। সব মিলে তিনি গেয়েছেও সুন্দর। নিজের কথা ও সুরের কারিশমা তার কণ্ঠেও ফুটে উঠেছে।গীতিকার তার নিজস্ব ইউটিউব চ্যানেল চর বালিকায় এই গানটি গত সপ্তাহে রিলিজ করেছেন। তখন থেকে অনেকেই গানটি শুনছেন। গানটি সম্পর্কে গীতিকার ও শিল্পী জাহিদ হাসান সাগর বলেন, বাবাকে নিয়ে তেমন একটা গান হয়নি। কিন্তু দিনশেষে যখন একটি পরিবারের অন্যসব সদস্য খালি হাতে নিশ্চিন্তে বাড়ি ফেরে তখন একজন বাবার দিনের কর্মক্লান্ত শরীর টেনে নিয়ে চলে বাজারের ব্যাগ। যে মানুষটি জীবনের সব আহ্লাদ ত্যাগ করে পরিবারের সবার সুখের কথা চিন্তা করেন সেই মানুষটিকে নিয়ে আমি একটি গান করতে পেরে ভালো লাগছে। আশা করি হাজারো বাবাহারাদের হৃদয়ে এই গানটি দাগ কেটে যাবে। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সাগর বলেন, আপনারা অগণিত ব্যান্ড মিউজিক আর যন্ত্রের সুর শুনতে শুনতে যখন মনে করবেন এবার নিরেট সুরের গান শুনবো তখন এই গানটি অন করবেন। আশা করি ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করছি।#

 

এ/ম


এ সম্পর্কিত আরও পড়ুন