• রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

কাজিপুরে ভাইস চেয়ারম্যান পদে শেষ মুহূর্তের প্রচারণায় তালা প্রতীকের সেলিম হোসেন

রিপোর্টারঃ / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৬ মে, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ আজ ৬ মে মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রকার প্রচার প্রচারণা।ভোট হবে আগামী ৮ মে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীগণ।কাজিপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। এরমধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রচারণায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন তালা প্রতীকের সেলিম হোসেন। গত নির্বাচনে তিনি সামাণ্য ভোটের ব্যবধানে হেরে যান। এবার কাজিপুরবাসী গাঁটছড়া বেঁধে তার জন্যে ভোটের মাঠে নেমেছেন। কাজিপুরের চরাঞ্চলে অবস্থিত ৬ ইউনিয়ন এবং বিড়া অঞ্চলের ৬ টি ও একটি পৌরসভার ভোটারগণ আগামী ৮ মে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মাইজবাড়ি গ্রামের প্রবীণ ভোটার আছিরুদ্দিন জানান, গতবার ছেলেটি উঠতে পারেনি। এবার আমরা তাকেই ভোট দেবো। মনসুরনগর চরের ভোটার সেলিম মিয়া জানান, আমি এবার নতুন ভোটার। আর তরুনদের পছন্দের প্রার্থী তালা প্রতীকের সেলিম হোসেন। আমার প্রথম ভোটটি যোগ্য হিসেবে তাকেই দেবো।

এদিকে সেলিম হোসেন জানান, আমার সাধ্যমতো লোকজনকে সাথে নিয়ে ভোটের মাঠে রয়েছি। ভালো সাড়ও পাচ্ছি। আশা করি এবার ইনশাল্লাহ ভালো ফলাফল পাবো।


এ সম্পর্কিত আরও পড়ুন