• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১০ অপরাহ্ন

যে গ্রামের তরুণীরা সুন্দরী ও ধনী হয়েও জীবনসঙ্গী পাচ্ছেন না

রিপোর্টারঃ / ৬৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের নোইভা ডো কোরডোইরো পাহাড়ি গ্রামের মহিলাদেরই আধিক্য বেশি। এই গ্রামে থাকেন ছয়শ এর বেশি মহিলা। এই গ্রামের যে সব মিয়ে বিয়ে করেছে তারা কেউ গ্রাম ছেড়ে স্বামীর বাসায় যায় নি। তাই তাদের তাকতে হয় স্বামীকে ছাড়ায়। এই গ্রামে স্বামীরা আসে সপ্তাহে দুদিন।

আরও পড়ুন… বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘ*র্ষে আহত ১২ জন। দেখুন ভিডিও

এই গ্রামের ছেলেদের বয়স আটারো বছরের বেশি হলে পাঠিয়ে দেওয়া হয় অন্য গ্রামে। তাই এই গ্রামটি পুরুষ শূণ্য। এই গ্রামের তরুণীরা খুবই সুন্দরী। সবার বিয়ের বয়স হলেও পুরুষ শূন্য হওয়ায় সাবাই আসে অবিবাহিত।

এর কারণ হিসেবে জানা গেছে, এই গ্রামের একটি রীতি রয়েছে, বিয়ের পর কোনো মেয়ে গ্রাম ছেড়ে যেতে পারবেন না। উল্টো স্বামীকেই ওই গ্রামে তার স্ত্রীর সঙ্গে থাকতে হবে। ফলে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওই গ্রামের তরুণীদের জন্য। গ্রামেই স্ত্রীর সঙ্গে থাকতে হবে বলে আশপাশের এলাকার কোনও পুরুষই ওই গ্রামে বিয়ে করতে চান না। ফলে বিবাহযোগ্যা হয়েও মেয়েদের অবিবাহিত থাকতে হচ্ছে স্রেফ ওই কারণের জন্য।

 


এ সম্পর্কিত আরও পড়ুন