• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

কাজিপুরে সরকার বিরোধী কর্মকাণ্ডে বাধা দেয়ায় আওয়ামিলীগ নেতা মারধর ও হেনস্তার শিকার

রিপোর্টারঃ / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

এনামুল হক কাজিপুর প্রতিনিধি :সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ৩নং ওয়ার্ডে আওয়ামিলীগের সহ-সভাপতি ইয়ামিন মন্ডল, আওয়ামিলীগ সরকার (রাষ্ট্র) বিরোধী অপপ্রচারে বাধা দেয়ায় মারধরের শিকার ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে শ্রীপুর সুতানারা গ্রামের টগু ফকিরের ছেলে আজিজুর রহমান একজন জামাত শিবির কর্মী। আর এলাকায় জামাত শিবিরের পরিচয় দিতেই নাকি পছন্দ করে। জামাত শিবির কর্মী হিসেবে এলাকায় তার নাকি নাম ডাক ও রয়েছে। চা স্টল মসজিদ-মাদ্রাসা, বাজার, ঘাট, জনসমাগম পূর্ণ স্থান পেলে নাকি আওয়ামিলীগ সরকারের বিরুদ্ধে নানা বদনাম ও অপপ্রচার করে বেড়ান আজিজুর । এতে বিরোধিতা করে ইয়ামিন মন্ডল। আজিজকে রাষ্ট্র ও আওয়ামিলীগ সরকার বিরোধী কর্মকাণ্ডে অপপ্রচারে বাধা দিলে, ইয়ামিনের উপর রাগে ফুসে ওঠেন এবং পরে তাকে দেখে নেয়ার হুমকি দেন।

গত ১৯ ডিসেম্বর (সোমবার) ইয়ামিন মন্ডল শ্রীপুর চরে তার ফসলের খেত দেখতে যান। তার জের ধরে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালান এবং মারাত্মক ভাবে জখম করেন আজিজ । ইয়ামিন মন্ডল আত্ন চিৎকার করলে আশপাশের লোক ছুটে এসে তাকে উদ্ধার করে।

মজনু মিয়া জানান, আজিজুরকে আওয়ামিলীগ সরকার বিরোধী কাজ কামে বাধা দিলি, ইয়ামিনেক চরে একলা পায়া , নাকে ঘুসি দিয়া নাক ফাইটা দিছে। মাটিত পরে আছিল আমরা উদ্ধার করছি।

প্রত্যক্ষদর্শী রহিম জানান, আমাদের দেখে আজিজুর পালিয়ে যায়। ইয়ামিনকে মারছে নাকমুখে রক্ত পরতেছে আমি দেখছি। মাথায় পানিও ঢালছি।

রাশেল জানান,বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়, আমার বাপ প্রতিবাদ করায় আমার বাপের উপর হামলা চালাইছে, মুখে ঘুসি দিয়া নাক ফাইটা দিছে,জখম হয়ে গেছে । আশপাশের লোক উদ্ধার না করলে আমার বাপেক আজ পাইতাম না। আমি এর বিচার চাই।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে আজিজুর রহমানের সাথে মুঠো-ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ/ হ


এ সম্পর্কিত আরও পড়ুন