আহসান হাবিব মুন্না, সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস ও জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সন্মাননা প্রদান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ পরিচালক কানিজ ফাতেমা।
নারী সংগঠক কবি নুরে জান্নাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা। আরও বক্তব্য রাখেন ব্রাক প্রতিনিধি মোঃ রইস উদ্দিন, পৌর কাউন্সিলর রুমনা রেশমা। এসময় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ইলা রানী ঘোষ, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শিলা প্রামানিক, সফল জননী যে নারী রেহানা পারভিন মীরা,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছা: ঈশিতা আক্তার স্বপ্না, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন যে নারী মোছা: সুমি খাতুন এই ৫ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতারা তাদের জীবনের গল্প তুলে ধরেন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের রেজিস্ট্রেশনকৃত সংগঠন সমুহের নারী নেত্রীগণ অংশ গ্রহণ করেন।