• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

সিরাজগঞ্জে ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জে ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সমাবেশ অনুষ্ঠিত। জেলা মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন কমিটি আয়োজনে  বৃহস্পতিবার (১ডিসেম্বর) বিকেল ৪টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌর মুক্ত মঞ্চে সমাবেশের সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন কমিটি আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিরেন বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু।
অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু, বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, বীরমুক্তিযোদ্ধা আবু বকর ভূঁইয়া সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
এ সময়ে আরো উপস্থিতি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিল সভাপতি কিবরিয়া হাসান রিপন, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজুল ইসলাম, সহ-সভাপতি কাছিদা খাতুন রোজী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রুবেল অনেক।
অনুষ্ঠানে রাষ্ট্রীয় ভাবে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে জোর দাবি জানিয়ে বক্তাগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন তারই নেতৃত্বে ৭১ সালে দেশ স্বাধীনের জন্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার যুদ্ধ ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন সার্বভৌম লাল-সবুজ পতাকার সোনার বাংলাদেশ। স্বাধীনতার শ্রেষ্ঠ অহংকার ও গৌরবের গৌরবান্বিত জাতির শ্রেষ্ঠ বীরমুক্তিযোদ্ধাগণ। মুক্তিযোদ্ধাদের চেতনাকে স্ব সন্মানে সন্মানিত করে আগামী দিনে রাষ্ট্রীয়ভাবে ১ লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করার জোর দাবি জানিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি আকূল আবেদন জানান।


এ সম্পর্কিত আরও পড়ুন