সিরাজগঞ্জের শাহজাদপুরে বেকারিতে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও দোকানে বেশি দামে চিনি-সয়াবিন তেল বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
কর্মকর্তা বলেন, নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করায় শাহাজাদপুর থানা সংলগ্ন
প্রীতি বেকারিতে অবাধে মুরগি চলাচল ও আশপাশে মুরগির বিষ্ঠা পড়ে থাকতে দেখা দেওয়ায় প্রীতি ব্রেডকে ৬০ হাজার, একই এলাকার ঢাকা ব্রেডকে ৫০ হাজার, শক্তিপুর বাজারের বন্ধু ব্রেড অবৈধভাবে পণ্য উৎপাদন করায় ৪০ হাজার, একই অপরাধে একই এলাকার বেস্ট ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি ও খোলা সয়াবিন তেল বিক্রি করায় মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।