সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জে বাংলাদেশ-ভারত ও পাকিস্তান পিপলস ফোরামের উদ্যোগে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৭ জানুয়ারী) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের এমএ মতিন সডকস্থ দৈনিক কলম সৈনিক এর মিডিয়া হলরুমে বাংলাদেশ-ভারত ও পাকিস্তান পিপলস ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আল-আরাফা হজ্জ গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম উজ্জল,মহিব এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এএইচএম মহিবুল্লাহ মহিব, পিপলস ফোরাম বাংলাদেশ চেপ্টারের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল খালেক নান্নু,দৈনিক আজকের জনবাণী’র সহকারী সম্পাদক ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ ও দৈনিক কালবেলা’র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রমুখ। এসময় ফোরামের নারী সদস্য পারভীন আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে সলঙ্গায় তর্কবাগীশ পাঠাগার ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।