শান্ত বণিক, নরসিংদী থেকে :
শিবপুর মডেল থানাধীন দত্তেরগাও মধ্যপাড়া এলাকায় একটি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন মঙ্গলবার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। পুলিশ সুপার ঘটনার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের শনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। মামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার শিবপুর মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন। পুলিশ সুপার থানার মূলতবী মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মো. মেসবাহ উদ্দিন, অফিসার ইনচার্জ, শিবপুর মডেল থানা মো. ফিরোজ তালুকদার, পিপিএম, ওসি, ডিবি মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) উপস্থিত ছিলেন।
এ/হ