• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত শিকাদর, জামিনে কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন

রিপোর্টারঃ / ৬৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

ইলিয়াস কাশেম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী,এটি সখীপুর উপজেলা না হলেও,এ এলাকার মানুষের বেশি যাতায়াত ও যোগাযোগ সখীপুর উপজেলার সাথেই। কারণ সাগর দীঘি সখীপুরের বর্ডার এলাকা।এই সাগর দীঘি এলাকার যেকোনো ঘটনাই সবার আগে সখীপুর উপজেলায় প্রভাব বিস্তার করে সবসময়। তাছাড়াও সাগর দীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেকমত শিকদার ছাত্র জীবনে সখীপুরের রাজনৈতিক মাঠেই ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন, সখীপুরেই তার শৈশবে বেড়ে ওঠা। তিনি কারামুক্তের পর দুধ দিয়ে গোসল করেছেন, এমন সংবাদটিতে সখীপুরের রাজনৈতিক অঙ্গনে বেশ জোরছে আলোচনার টেবিল দখলে নিয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে সাগরদিঘী গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত বিএনপি যুবদল নেতা আব্দুল মালেক হত্যা মামলায় কারাগারে ছিলেন তিনি। সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার জানান, আমার পরিবারের কেউ জেল খাটেনি। আমিই প্রথম জেল খেটেছি। এতে বাড়িতে আসার পর পরিবারের লোকজন দুধ দিয়ে আমাকে গোসল করিয়ে পবিত্র করেন। এছাড়াও বাজারে আনন্দ মিছিলও করেছে এলাকাবাসী। ২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩টার দিকে গুলিতে আব্দুল মালেক (৪৫) নামে যুবদলের এক নেতা নিহত হন। তিনি গুপ্তবৃন্দাবন গ্রামের বাসিন্দা নেছার উদ্দিনের ছেলে। পরদিন ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন। এই ঘটনায় চেয়ারম্যানকে আসামি করে মামলা করেন নিহতের পরিবার। এ ঘটনায় জড়িত থাকায় চেয়ারম্যান হেকমত সিকদারকে গত ১ জানুয়ারি টাঙ্গাইল পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় ক্রিমিনাল ইনভেস্টেগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। এরপর থেকে তিনি টাঙ্গাইলের কারাগারে আটক ছিলেন।

এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন