সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জ ঘুড়কা মহাশ্মশানের স্বত্বকারকারীদের মাঝে শীতের সম্বল একমাত্র কম্বল বিতরণ করেছে ফারাজ আইয়াস স্মৃতিপরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার ২৪ শে জানুয়ারি সকাল ১০ টার সময় মোহাম্মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে ঘুড়কা মহাশ্মশানের স্বত্বকারকারী কমিটির সভাপতি মন্টু বসাকের হাতে ১৫টি কম্বল হস্তান্তর করেন ফারাজ আইয়াস স্মৃতিপরিষদের সভাপতি প্রদীপ সাহা। এসময় উপস্থিত ছিলেন অরুন ফাউন্ডেশনের সমন্বয়ক মঞ্জুরুল আলম রুবেল। প্রদীপ সাহা বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। ২০১৬ থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। সৃষ্টিকর্তা যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
এ/হ