মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে শীতকালিন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, ইউপি সচিব আব্দুল খালেক,মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু,গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম,সাংবাদিক সাইফুল ইসলাম,আব্দুর রাজ্জাক,আনওয়ারুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শিক্ষার্থীরা নিজ হাতে তৈরী করা চন্দ্রপুলি, ভাপা,নকশি,গকুল, চিতই,পাটিসাপটা, আন্দোসা,বিস্কুট পিঠা, তালের পিঠাসহ প্রায় ৫০ প্রকারের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন স্টলে। এই উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে জমেছিল শিক্ষার্থীসহ নানা শ্রেণীর মানুষের ভিড়।
এ/হ