মোস্তাকিম আহমেদ আলিফ, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের শ্রীনগরে তেল ডিজেল ও মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার (২১ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেউলভোগ গরুর হাট সংলগ্ন দক্ষিন পাশের মার্কেটে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে দেউলভোগ শাজাহানের তেল ডিজেলের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। পরে পাশের মিরাজের মুদি দোকানসহ বেশকয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। আগুনে পুড়ে তেল ও মুদি দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়। শ্রীনগর ফায়ার স্টেশন এয়ারহাউস কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, আগুন লাগার তিন মিনিট পর আমরা সংবাদ পাই এবং দ্রুত ঘটনাস্থলে এসে বুঝতে পারি যে, তেলের দোকান থেকে আগুনের সুত্রপাত। এরপর ফোম ও পানি মিশ্রনে এবং খালের পানি দিয়ে তিনটি ইউনিট মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতি ব্যাপারে তদন্ত করে বলা যাবে।
এ/হ