রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
অন্যান্য জেলার মতো সিরাজগঞ্জেও চলছে কনকনে ঠান্ডা। সেই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে পত্রিকা পাঠকদের কথা চিন্তা করেই কাকডাকা ভোরে পত্রিকা পাঠকদের সামনে প্রতিদিনই হাজির হচ্ছেন সিরাজগঞ্জ সদর শিয়ালকোল গ্রামের পত্রিকা বিক্রেতা মোঃ জহুরুল ইসলাম। সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার এলাকায় পত্রিকা বিক্রেতা মোঃ জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এজেনসির মাধ্যমে ভোরবেলা সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা থেকে পত্রিকা সংগ্রহ করে জেলা সদর চন্ডিদাসগাতী, বাজার ভদ্রঘাট, আলোমপুর সহ সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী, গ্রামপাঙ্গাসী, কৃস্নদিয়া ও কালিঞ্জা এলাকার পাঠকদের হাতে হাতে পৌছে দিচ্ছেন তিনি। তবে এখন আর আগের মতো পত্রিকা চলে না। সবাই ব্যস্ত স্মার্ট মোবাইল নিয়ে। তার পরেও থেমে নেই পত্রিকা বিক্রির। পুরাতন পত্রিকার সাথে যোগ হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন পত্রিকা। পাঠক নিচ্ছে যে যার পছন্দের পত্রিকাটি। পাঠকদের চাহিদার কথা চিন্তা করে প্রায় সব ধরনের পত্রিকাই সংগ্রহে রাখছেন বলে জানান পত্রিকা বিক্রেতা মোঃ জহুরুল ইসলা।
এ/হ