• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্স এর আগুনে পুড়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু রিয়াদ বাবু

রিপোর্টারঃ / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
dav

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে অটো রাইস মিলের পরিত্যক্ত ছাইয়ের আগুনে পড়ে রিয়াদ বাবু (৫) নামে এক শিশু গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে। গত শুক্রবার বিকালে উপজেলার রাঙ্গামাটি এলাকায় প্রাণ গ্রুপের বঙ্গ মিলার্স অটো রাইস মিলের পরিত্যক্ত ছাইয়ের আগুনে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। আগুনে দগ্ধ রিয়াদ বাবু রাঙ্গামাটি এলাকার জামডাঙ্গা গ্রামের মোস্তাকিন ও রুমা দম্পতির দ্বিতীয় ছেলে। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রিয়াদ বাবুর পরিবারের সদস্যরা বলছেন দগ্ধ শিশুটির অবস্থা আশঙ্কা জনক। রিয়াদ বাবুর চাচি গোলাপী বেগম বলেন অন্যান্য শিশুদের সাথে রিয়াদ বাবুও খেলতে গিয়ে প্রাণ গ্রুপের অটো রাইস মিলের পরিত্যক্ত ছাইয়ের আগুনে পড়ে যায়। এসময় তিনি ছুটে গিয়ে রিয়াদ বাবুকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এরপর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রিয়াদ বাবুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। রিয়াদ বাবুর চাচা মুরসালিন বলেন চিকিৎসকরা জানিয়েছেন রিয়াদ বাবুর অবস্থা আশঙ্কা জনক, তার শরিরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। এদিকে একই গ্রামের মর্জিনা বেগম জানায় গত বছর তার একটি গরু প্রান কোম্পানীর ভিতরে গর্তে পড়ে গিয়ে মারা যায়, কিন্তু কোম্পানীর কর্মকর্তারা কোন কর্নপাত করেনি। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় প্রাণ আরএফএল গ্রুপের বঙ্গমিলার্স অটো রাইস মিলের পরিত্যক্ত ছাই খোলা জায়গায় রাখা হয়েছে। পরিত্যক্ত ছাই গুলোতে মাত্র দু’ফিট পরিমানে টিনের ঘেরাবেড়া দেয়া থাকলে যত্রতত্র ভাবে গরু-ছাগলসহ শিশু বাচ্চারা যাতায়াত করতে পারে। এবিষয়ে কথা বলার জন্য প্রাণ গ্রুপের ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেনের সাথে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। প্রাণ গ্রুপের ফুলবাড়ী ফ্যাক্টরির প্রকৌশলী শফিকুল ইসলাম ও নিরাপত্তা ইনচার্জ (অবঃ কর্পোরাল) নাসির উদ্দিন আহম্মেদ জানান, পাহাদারের চোখ ফাঁকি দিয়ে ওই শিশুটি কখন এসেছে, তা তারা বুঝতে পারেনি। এছাড়া আর কোন বিষয়ে তারা কথা বলতে রাজি হয়নি।

এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন