বগুড়া অফিস :
বগুড়ায় র্যাবের অভিযানে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত নাজমুল হুদা (৭২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপতারকৃত ব্যক্তি, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম এলাকার বাসিন্দা নাজমুল হুদা (৭২)। তবে তিনি গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া রোড খরতৈল পশ্চিম পাড়া এলাকায় বসবাস করছিলেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার মালগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সোমবার রাত ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র্যাব- ১২ স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদার মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর তিনিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতা বিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিল। এছাড়াও তিনি যুদ্ধকালীন সময়ে জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। স্কোয়াড কমান্ডার আরও জানান, মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি নাজমুল হুদা বগুড়া শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাব- ১২ ও ২ এর যৌথ একটি টিমের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আমরা গ্রেফতারকৃত আসামি নাজমুলকে রাতেই ঢাকায় পাঠাব। যুদ্ধাপরাধী নাজমুল হুদাকে ১৭ জানুয়ারী মঙ্গলবার আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে তাকে হাজির করার কথা জানায় র্যাব।
এ/হ