কালামানিক দেব,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক দ্রব্যের মামলায় মমিনুল ইসলাম নামের একজনকে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের জানুয়ারির ২৯ তারিখ রাত ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের জামে মসজিদের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় হিরোইন কেনাবেচার সময় ১৫০ গ্রাম হিরোইনসহ ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মমিনুল ইসলাম মদনকে গ্রেফতার করে পুলিশ।
(৩০ জানুয়ারি) গোবিন্দগঞ্জ থানার এএসআই আব্দুস ছামাদ বাদী হয়ে মমিনুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এর রায়ে নতুন প্রজন্মের কাছে মাদকের শাস্তি সম্পর্কে একটি বার্তা যাবে।
এ/হ