সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
ঢাকার ধামরাইয়ে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ধামরাই উপজেলা বিএনপি পৌর এলাকার আইনঙ্গন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। এসময় পুলিশ সমাবেশে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়ে সমাবেশের প্রধান অতিথি তমিজ উদ্দিনসহ বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করে। ধামরাই থানার ওসি আতিকুর রহমান বিএনপির ৯ নেতাকর্মীকে আটকের কথা স্বীকার করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের আটক করা হয়েছে।
এ/হ