• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

ক্ষেতলালে একমাত্র জীবিত ভাষা সৈনিক মারা গেছেন

রিপোর্টারঃ / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বিশেষ সংবাদদাতা :
জয়পুরহাটের ভাষা সৈনিক ডাঃ আজিজার রহমান (৯৬) মারা গেছেন। তিনি জেলার ভাষা সৈনিকদের মধ্যে শেষ জীবিত ভাষা সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে জেলার গৌরবোজ্জল ভাষা আন্দোলনের ইতিহাস অন্ধকারে নিমজ্জিত হলো। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে নিজ বাসভবন ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর সরদার পাড়া গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ১০ টায় তার বাসভবন মহব্বতপুর সরদার পাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ নিজ এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে ভাষা সৈনিক সৈয়দ ডাঃ আজিজার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন (জয়পুরহাট-২) সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম সরদার ও মামুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান শামিম সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ভাষা সৈনিকের মৃত্যুর খবর পেয়ে ছুঁটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা ও থানা অফিসার ইনচার্জ ওসি রাজিবুল ইসলাম।
উল্লেখ্য, ১৯২৮ সালে ৪ মার্চ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে জন্মগ্রহণ গ্রহন করেন ডাঃ আজিজার রহমান। ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। সে সময় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার দাবিতে মিছিল ও আন্দোলন চলাকালীন সময়ে তিনি জয়পুরহাট ও নওগাঁ জেলার নেতাকর্মীদের একত্রিত করেন এবং আন্দোলনে অংশগ্রহণ করান। সেই সময়ে একাধিকবার গ্রেফতারও হন তিনি। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে জেলার গৌরবোজ্জল ভাষা আন্দোলনের ইতিহাস অন্ধকারে নিমজ্জিত হলো।

এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন