সিরাজগঞ্জ অফিস :
রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়ন ধুকুরিয়া হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কৃত হামলায় হাটপাড়া মহল্লার মৃত দারোগ আলী মন্ডলের পুত্র সাগর আলী মন্ডল (৫৫) সোবাহন মন্ডলের স্ত্রী মোছা: শিল্পি খাতুন (৩০), মোছলেম মন্ডলের পুত্র আশরাফুল (১৭) আহত হয়। এছাড়া একই মহল্লার প্রতিপক্ষ মৃত: রকমান মন্ডলের পুত্র সোহরাব মন্ডলের নেতৃত্বে আকবর আলীর পুত্র পরান, শিয়ালকোল ইউনিয়নে ৯ নং ওয়ার্ডয়ের মেম্বর সানোয়ারে হুকুমে সুজন, সুমন, কাওছার, সাপ্তাহিক হাট চলা অবস্থায় হাটের দোকান পাট ভাংচুর ও মারপিটে অংশ নেয় বলে এলাকাবাসীরা জানায়। এসময় হাটে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যে যেদিকে পারে ছুটে পালিয়ে যায়। হাটে আসা বিভিন্ন দোকানের মারাত্নক ক্ষতি হয় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। সন্ধ্যায় সাংবাদিকরা সরোজমিনে তদন্তে গেলে হাট কমিটির কাউকে খুজে পায়নি। তবে হাটে আসা প্রায় ৫০জন লোক উক্ত ঘটনার লিখিত অভিযোগ করেছেন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শস্তির দাবি করেছেন। উক্ত ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে এবং যেকোন সময় বড়ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।
এ/হ