• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

১০ দফা দাবি আদায়ে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ

রিপোর্টারঃ / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

অদিত্য রাসেল, সিরাজগঞ্জ অফিস :
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে মিছিলটি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সদর হাসপাতাল রোড দিয়ে হোসেনপুর আব্দুল্লাহ আল মাহমুদ এভিনিউ হয়ে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। সমাবেশে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এমন পরিস্থিতিতে জনবিরোধী অবৈধ এ সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। সমাবেশে অবিলম্বে বিদ্যুতের দাম কমানোসহ বিএনপির ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা। সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ন-সম্পাদক ভিপি শামীম, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ উপস্থিত ছিলেন। এসময় জেলা ও উপজেলার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন