পাঙ্গাসী (রায়গঞ্জ) থেকে, মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান :
জানা যায় এক সময় বাংলাদেশ অন্য দেশের পাটের বীজের জন্য নির্ভরশীল ছিল। কিন্তু এখন দেশেই তৈরি হচ্ছে পাটের বীজ। উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তাদের সারবিক সহযোগিতায় বাংলাদেশের বিগ্যানির উদ্ভাবিত উন্নত জাতের পাট বীজ উৎপাদন করে সাফল্য পেয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জের চঁকনুর গ্রামের কৃষক মোঃ রমজান আলী। বানিজ্যিক ভিত্তিতে এই বীজ উৎপাদনের উদ্যোগে কৃষকদের সুফল বয়ে আনবে। খুব কম খরচে ও কম সময়ে উৎপাদন করতে পারায় নাবী পাট চাষীরা বেশ খুশি। গত (১২ জানুয়ারী ২০২৩) বৃহস্পতিবার বেলা ১১ টায় নাবী পাট বীজ উৎপাদন বিজেআরআই তোষা-৮ জাতের প্রদর্শনী প্লট পরিদর্শনে এসে উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা বলেন, এই ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশে উৎপাদিত বীজ দিয়েই নিজেদের চাহিদা পূরণ করা সম্ভব। এসময় উপস্হিত ছিলেন রায়গঞ্জ উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, অফিস সহকারি মোঃ নাজাতুল ইসলাম, কৃষক মোঃ রমজান আলী সহ আরো অনেকে।
এ/হ