মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্দীপন (এনজিও) শাখার উদ্যোগে গরিব অসহায় ও দুস্থদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উদ্দীপন এনজিও কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ঝন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দীপন উল্লাপাড়ার আঞ্চলিক ব্যবস্থাপক এরশাদুল হক, উদ্দীপন রায়গঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলাম, দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, উদ্দীপন রায়গঞ্জ শাখার হিসাব রক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উদ্দীপন রায়গঞ্জ শাখার মাঠ পর্যায়ের অফিসার মমতা খাতুন, আল-আমিন হোসেন, সাইফুল ইসলাম, মোছাঃ তাপসী খাতুন, রুমা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উক্ত প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও কম্বল বিতরণ করলাম ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ/হ