পাঙ্গাসী (রায়গঞ্জ) থেকে, মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান :
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দিন দিন কমে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। উপজেলার বিভিন্ন বাসা-বাড়ি, হাট-বাজারে শালিক পাখি ও ফসলের মাঠে সাদা বক দেখা গেলেও আগের মতো চোখে পড়ে না বা পাখির ডাক শোনা যায় না। এক সময় উপজেলার বিভিন্ন আড়া-জঙ্গলে দেখা যেতো, কাঠঠোঁকরা, মাছরাঙ্গা, পেচা, বউ কথা কও, রাতকানা সহ আরোও অনেক নাম না জানা পাখি। নব্বইয়ের দশকের পর থেকে উপজেলার উচু অঞ্চলে বন্যা না হওয়া, আড়া-জঙ্গল কেটে উজাড় করা, জমিতে পর্যাপ্ত কীটনাশকের ফলে দিন দিন কমে যাচ্ছে বিভিন্ন ধরনের পাখিগুলো এমনটি মনে করছেন বিশেষগ্যগণ। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাসিন্দা মোছাঃ সাথী সুলতানা বলেন, এক সময় বিভিন্ন ধরনের পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাংতো আমাদের মতো অনেক মানুষের। দিন দিন পাখির সংখ্যা কমতে থাকায় আর চোখে পড়েনা বিভিন্ন প্রজাতির পাখিদের। পাখিদের বাসযোগ্য বনজজঙ্গলসহ বিভিন্ন গাছপালার অভয়ারণ্য বাড়ানোর দিকে নজর দিতে হবে আমাদের সকলের, এমনটিই মনে করছেন উপজেলার সচেতন নাগরিকেরা। এছাড়া বিভিন্ন প্রজাতি পাখিদের শিকার করা থেকে বিরত রাখতে স্হানীয় সচেতন ব্যাক্তিসহ প্রশাসনের সজাগ দৃস্টি রাখা উচিৎ।