• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

রায়গঞ্জ থেকে দিন দিন কমে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি

রিপোর্টারঃ / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

পাঙ্গাসী (রায়গঞ্জ) থেকে, মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান :

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দিন দিন কমে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। উপজেলার বিভিন্ন বাসা-বাড়ি, হাট-বাজারে শালিক পাখি ও ফসলের মাঠে সাদা বক দেখা গেলেও আগের মতো চোখে পড়ে না বা পাখির ডাক শোনা যায় না। এক সময় উপজেলার বিভিন্ন আড়া-জঙ্গলে দেখা যেতো, কাঠঠোঁকরা, মাছরাঙ্গা, পেচা, বউ কথা কও, রাতকানা সহ আরোও অনেক নাম না জানা পাখি। নব্বইয়ের দশকের পর থেকে উপজেলার উচু অঞ্চলে বন্যা না হওয়া, আড়া-জঙ্গল কেটে উজাড় করা, জমিতে পর্যাপ্ত কীটনাশকের ফলে দিন দিন কমে যাচ্ছে বিভিন্ন ধরনের পাখিগুলো এমনটি মনে করছেন বিশেষগ্যগণ। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাসিন্দা মোছাঃ সাথী সুলতানা বলেন, এক সময় বিভিন্ন ধরনের পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাংতো আমাদের মতো অনেক মানুষের। দিন দিন পাখির সংখ্যা কমতে থাকায় আর চোখে পড়েনা বিভিন্ন প্রজাতির পাখিদের। পাখিদের বাসযোগ্য বনজজঙ্গলসহ বিভিন্ন গাছপালার অভয়ারণ্য বাড়ানোর দিকে নজর দিতে হবে আমাদের সকলের, এমনটিই মনে করছেন উপজেলার সচেতন নাগরিকেরা। এছাড়া বিভিন্ন প্রজাতি পাখিদের শিকার করা থেকে বিরত রাখতে স্হানীয় সচেতন ব্যাক্তিসহ প্রশাসনের সজাগ দৃস্টি রাখা উচিৎ।


এ সম্পর্কিত আরও পড়ুন