• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

অভয়নগরে হত্যা মামলার আসামি মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রিপোর্টারঃ / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

যশোর প্রতিনিধি :

অভয়নগরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সকাল সাড়ে ৮ টার দিকে ত্রিমুখী রাস্তার ওপর ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। নিহত মাছ ব্যবসায়ী অভয়নগর উপজেলার দামুখালী এলাকার জনৈক অনদির ছেলে সুব্রত ওরফে শুভ্র। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার এস আই মনিরুল ইসলাম। স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানের সামনে যান তিনি। এর কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো তার কপালে, পিঠে ও বাম হাতের গোড়ায় বিদ্ধ হয়। ঘটনাস্থালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে পুলিশ সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, সুব্রত একজন ঘের মালিক ও মাছ ব্যবসায়ী। সে ফুলতলা বাজার বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক রকিবুল ইসলাম হত্যা মামলার আসামী ছিলেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম জানান, দামুখালী বিদ্যালয়ের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ সম্পর্কিত আরও পড়ুন