• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

যশোরে চারলেন মহাসড়কের কাজে কচ্ছপ গতি

রিপোর্টারঃ / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

যশোর প্রতিনিধি :
যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া থেকে মণিহার হয়ে মুড়লি মোড় পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে দুই বছর ধরে। এ প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। অথচ ১৩৭ কোটি টাকার প্রকল্পটির কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে সড়কে নিম্নমানের ইটের খোয়া ও পাথর ব্যবহার করা হচ্ছে। সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনের তলদেশের স্তর যথাযথভাবে নির্মিত হচ্ছে না। আবাসিক এলাকার পানি ওই ড্রেন দিয়ে নিষ্কাশনের পথ রাখা হয়নি। ফলে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ প্রকল্পের কাজ করছে ঢাকার আতাউর রহমান খান লিমিডেট ও মাহবুব ব্রাদার্স (প্রা.) লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের ১৯ নভেম্বর দেওয়া ওই কার্যাদেশে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। যে কারণে আরও দেড় বছর বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময় নেওয়া হয়েছে।নির্মাণকাজের অগ্রগতি দেখতে সওজ বিভাগের কর্মকর্তাদের এখানে কখনোই দেখা যায় না। প্রকল্পের অগ্রগতির বিষয়ে সওজ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকল্পের ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, ছয় মাসের মধ্যে অবশিষ্ট ৫৫ শতাংশ কাজ শেষ করা যাবে।

এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন