উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সরকারি আকবর আলী কলেজের পিছনে হ্যাচারি কমপ্লেক্স সংলগ্ন একটি পুকুর থেকে দুই মাসের অধিক সময় পর ইয়াকুব(৩৪) নামক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে উল্লাপাড়ার মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধার করে। লাশের পরিবারের লোকজন প্রাথমিকভাবে লাশটি সনাক্ত করে। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ইয়াকুব উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মধ্যোপাড়া মৃত সাহেদ আলীর ছেলে। প্রায় দুই মাসের অধিক সময় ধরে নিখোঁজ ছিল ইয়াকুব। গত ১৯/১১/২২ ইয়াকুবের স্ত্রী শিরীনা খাতুন উল্লাপাড়া মডেল থানায় মিসিং ডায়েরি করেছিল। লাশ উদ্ধারের পর তার বউ সনাক্ত করতে পেরেছে কাপড় দেখে যে তার স্বামী এইটা। লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত মোঃ এনামুল হক। এবিষয়ে সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল অমৃত সুত্রধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে লাশটি সনাক্ত করা হয়েছে। তবে ময়নাতদন্তের তথ্য হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ/হ