এনামুল হক কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে দুইজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন চালিতাডাঙ্গা ইউনিয়নের মেছের সেখ এর পুত্র সেজাব আলী (৮২)। ও ইউপি সদস্য আব্দুস সামাদের পুত্র মুকুল শেখ(৩৭)। এদের মধ্যে সেজাব আলীকে গতকাল রবিবার বিকেলে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও একটি স্ক্যাভেটর মেশিন জব্দ করে আদালত। পরে সোমবার বিকেলে জব্দকৃত ট্রাক্টর ও স্ক্রাভেটর মালিক মুকুল শেখকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত।
অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তিনি জানান, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ। বিধায় ভ্রাম্যমাণ আদালতে তাদের দুজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত পরিবহন ফেরত দেয়া হয়েছে।
এ/হ