সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের (৭০) পরিচয় খুঁজছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সদস্য মো. শামীম রেজা বলেন, গত ২৩ ডিসেম্বর মালশাপাড়া এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন দুইজন যুবক। তারপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপরে বৃহস্পতিবার তিনি মারা গেলে তার পরিবারকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, নিহতের পরিচয় কেউ জানলে বা তাকে চিনে থাকলে উল্লেখিত মোবাইল নাম্বারে (০১৭১৯৭১০৩২৬ ও ০১৭৪৫৬১২৮৫১) অথবা সিরাজগঞ্জ সদর থানা বা সদর হাসপাতালের মর্গে যোগাযোগের জন্য বলা হচ্ছে।
এ/হ