মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে লাইফ স্টাইল হেলফ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দিনাজপুর সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসীনের সভাপতিত্বে অনুষ্সঠিত হয়।েএতে নিরাপত্তা, পানিতে ডুবে যাওয়া ও জল নিরাপত্তা বিষয়ক গণসচেতনামুলক নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ নিলয় রায়, দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, সত্যজিৎ রায় কার্ত্তিক, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রতন কুমার ঘোষ পিযুষ, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম সহ আরো অনেকে। মাল্ডি মিডিয়া প্রজেক্টর মাধ্যমে গনসচেতনাতামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম। এসময় শিক্ষক, ইমাম, পুরোহিত, মহিলা ইউপি সদস্যাগণ উপস্থিত ছিলেন।