মোঃ ইব্রাহিম খলিল, সাভার উপজেলা প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৪ জানুয়ারি ভোররাত আনুমানিক ০৫:২০ টার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬২.৩৭০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহণে ব্যবহৃত পিকআপসহ ব্রাহ্মণবাড়ীয়া জেলার কাওসার, রাসেল মিয়া ও মেহেদী হাসান নামে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।