জালাল উদ্দিন, রংপুর :
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর দ্বিতীয় বারের মত নির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন নেপালের দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী রঞ্জন যাদব। গতকাল সন্ধ্যায় নগরীর কলেজ রোডস্থ বাস ভবনে দ্বিতীয় বারের মত নির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাতের জন্য আসেন নেপালের দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী রঞ্জন যাদব। এ সময় রংপুরের বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা ও বর্তমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। সৌজন্য স্বাক্ষাতকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতেমা ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক।
এ/হ