ধুনট (বগুড়া) প্রতিনিধি :মাহমুদুল হাসান শুভ
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রকি ইসলাম (২২) নামে মাইক্রোবাসের এক চালককে গ্রেফতার করেছে পুলিশ। রকি ইসলাম উপজেলার পাট -ধুনট গ্রামের জিল্লুর রহমানের ছেলে!
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে অভিযান চালিয়ে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর চাচা বাদি হয়ে গত বছরের ২৩ নভেম্বর রকি ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন!
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চালাপাড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে (১৪) স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। মেয়েটির বাবা নারী নির্যাতনের একটি মামলায় প্রায় ৯ মাস ধরে বগুড়া জেলা কারাগারে আটক রয়েছে। আর মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। মেয়েটি একা গ্রামের বাড়িতে বসবাস করে। এ সুযোগে রকি ইসলাম বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ অবস্থায় ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রকি ইসলাম পরে রকিকে বিয়ের কথা বলে মেয়েটি। কিন্তু বিয়েতে রাজি না হয়ে ওই বাড়ি থেকে কৌশলে কেটে পড়ে রকি ইসলাম!
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম শেষের দিকে প্রায় প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে!
এ/হ