পাঙ্গাসী (রায়গঞ্জ) থেকে, মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান :
সিরাজগঞ্জের রায়গঞ্জে সখের বসে বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে বাদাম চাষে সফল হয়ে উঠেছেন এক কৃষক। বাদাম গাছের ভাল ফলন হওয়ায় চোখে মুখে হাসি ফুঁটে ও উঠেছে ওই কৃষকের। জানা যায়, উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার হাটপাঙ্গাসী দক্ষিণ পাড়ার মাদ্রাসা শিক্ষক মাওলানা মোঃ সুফিউল্লাহ তার নিজ নিজ বাড়ির পাশে মাত্র দেড় শতক পতিত জমিতে বালু মাটি ফেলে পরীক্ষামূলকভাবে বাদাম চাষ শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি সামান্য শ্রম দিয়ে আর পরিচর্চায় মাত্র আড়াই মাসের মধ্যে বাদাম গাছের ভাল ফলন দেখে এখন তিনি বেজায় খুশী। আর কিছুদিন পরেই ঘরে উঠবে তার সখের বসে চাষ করা বাদাম। তিনি মনে করেন, বাদাম চাষ শুধু চরাঞ্চলে নয়, যে কেউ ইচ্ছে করলে বাড়ির আঙ্গিনায় পড়ে থাকা পতিত জমিতে বালু মাটি ফেলে বাদাম চাষ করা সম্ভব। মাদ্রাসা শিক্ষক মাওলানা মোঃ সুফিউল্লাহর এমন উদ্দোগ দেখে বাড়ির আঙ্গিনায় পড়ে থাকা পতিত জমিতে বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন উপজেলার অনেক কৃষকেরা।
এ/হ