• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

শীতে উষ্ণতা পেলো কাজিপুরের পঞ্চাশ দুস্থ প্রতিবন্ধী পরিবার

রিপোর্টারঃ / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার- গত কয়েকদিনের হাড় কাঁপানো শীতে জবুথবু কাজিপুরের জনপদ। বিশেষ করে ছিন্নমূল এবং দুঃস্থ মানুষদের করুন দশা। তাদের শীত নিবারণে নেই  চাহিদামতো কম্বল। এসব বিবেচনায় এনে ‘শহর থেকে দূরে দুস্থ প্রতিবন্ধী মানুষের তরে’ স্লোগানে কাজিপুরের পঞ্চাশ জন দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ-ছয়টি গ্রাম ঘুরে শীতবস্ত্রগুলো বিতরণ করেন ‘ফ্রেন্ডস অব আর্ন এ্যান্ড লিভ কাজিপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে সহযোগিতা করেন ‘ফ্রেন্ডস অব আর্ন এ্যান্ড লিভ লন্ডন’। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি।

শীতবস্ত্র পেয়ে খুশি হাটশিরার প্রতিবন্ধী লুৎফর রহমান বলেন, ‘দশ বছর আগে ব্রিজের কাজ করার সময় মাটি ভেঙে পড়ে আমাকে চাপা দেয়। তখন আমার বাঁচার কথাই ছিল না। গরীব মানুষ চিকিৎসায় সব হারিয়ে নিঃস্ব এখন। শীতে কষ্ট হচ্ছিল। একটা কম্বল পেয়েছি খুব ভালো লাগছে।’

আরেক প্রতিবন্ধী আকাইলা বলেন, ‘প্যারালাইসিস হয়ে চইলবার পারিনা। ভ্যানে করে বাড়ি বাড়ি চায়া চিন্তা খাই। শীতের কাপড় কিনবার পারিনা। একটা কম্বল দিছে। ভালোই হইলো। শীতে আর কষ্ট হইবো না।’

ফ্রেন্ডস অব আর্ন এ্যান্ড লিভ কাজিপুর’ এর প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম বলেন, আমরা এই টিমের সবাই কোন না কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা সবাই এমন মানবিক কাজের অংশ হতে পেরে আনন্দিত- গর্বিত। এই কাজের দরুণ ছিন্নমূল মানুষের সাথে মিশতে পেরেছি, তাদের আকুতি, চাওয়া বুঝতে পেরেছি।


এ সম্পর্কিত আরও পড়ুন