রাকিবুল হাসান, বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে। এ ছুটি শুরু হচ্ছে আগামী ১ জানুয়ারি ২০২৩। শীতকালীন ছুটি উপলক্ষে বশেমুরবিপ্রবি বন্ধ থাকবে আগামী ১ জানুয়ারি রবিবার থেকে ৫ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো এবং জরুরি সকল সেবা (পানি, বিদ্যুৎ, পরিবহন, মেডিকেল, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং বৃক্ষরাজী রক্ষনাবেক্ষন কার্যক্রম) যথারীতি চালু থাকবে। রেজিস্টার দলিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, আগামী ৮ জানুয়ারি রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
এ/হ