• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

শৃঙ্খলা রক্ষায় সাত নির্দেশনা মানাতে মাঠে কাজিপুর উপজেলা প্রশাসন

রিপোর্টারঃ / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার-  উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা মানাতে মাঠে নেমেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর )  বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত ডিসেম্বর মাসের আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

সভায় বিভিন্ন দফতর ও স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শগুলোর আলোকে তিনি এই নির্দেশনা তৈরি করেন। নির্দেশনাগুলো হলো বাল্যবিয়ে রোধ, স্কুল কলেজের শিক্ষার্থীদের স্মার্টফোনের অপব্যবহাররোধ, সন্ধ্যার পরে শিক্ষার্থীদের ঘরের বাইরে অযথা ঘোরাফেরারোধ, বাল্যবিয়ে বন্ধ, রাস্তার উপর এলোমেলোভাবে আটোভ্যান রাখা রোধ, মাটির টপ সয়েল বিক্রি রোধ, ও উপজেলা চত্বরে সন্দেজনক অপরিচিত লোকসহ মাদকসেবীদের আনাগোনারোধ।

সভাপতির বক্তব্যে ইউএনও এসব সিদ্ধান্তের কথা জানান। সাত নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কাজিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অপরাধমূলক প্রবণতা লক্ষ করা যাচ্ছে যা রোধকল্পে এই সিদ্ধান্তগুলো রেজুলেশন আকারে নেয়া হয়েছে। এসব বাস্তবায়নে সংশ্লিষ্ঠ অফিসারদের পাশাপাশি উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ যৌথভাবে কাজ করবে।

সভায় সংশ্লিষ্ট বিষয়ে প্রধান অতিথি হিসেবে মতামত ব্যক্ত করেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি জানান, নির্দেশনাগুলো মানাতে আমরা যত কঠোর হতে হয় তাই হবো। কারণ এতে করে শান্তির কাজিপুর অশান্তির আগুনে পোড়া থেকে রক্ষা পাবে।

সভায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোহাম্মদ হাসিবুল্লাহ, কাজিপুর, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেয়র জিএম তালুকদার, উপজেলা আ,লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা শাহা আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক পরিমল কুমার তরফদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গোলাম হোসেন, সাংবাদিক আবদুল জলিল প্রমূখ বক্তব্য রাখেন।


এ সম্পর্কিত আরও পড়ুন