• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

আশুলিয়ায় নারীসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারঃ / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

মোঃ ইব্রাহিম খলিল, সাভার উপজেলা প্রতিনিধি :
সাভারের আশুলিয়া থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫(পনের) গ্রাম হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ১১:১০ মিনিটের আশুলিয়ার ইয়ারপুর পশ্চিম পাড়া নারী ও পুরুষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশে। অপরদিকে (২৪ডিসেম্বর) রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে মাদক মামলায় তাদের রোববার(২৫ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- আশুলিয়ার মৃত সাহাবুদ্দিনের ছেলে মোঃ বিপ্লব (২৮), অপর আসামি, আশুলিয়ার ইয়ারপুর, জিরাবো এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ আল আমিন (৩২) ও আশুলিয়ার ইয়ারপুর পশ্চিম পাড়ার মোঃ মনসুর দেওয়ানের স্ত্রী সাগরিকা (৪০)। তারা তিনজনই আশুলিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন।ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভার, আশুলিয়া, এলাকায় প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে আশুলিয়ার ঘোষবাগ ও আশুলিয়ার ইয়ারপুর এলাকা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম ও(এসআই) শাহাদাতের নেতৃত্বে এক মহিলা মাদক ব্যবসায়ীসহ তিন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ (পনের) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লন) বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ।


এ সম্পর্কিত আরও পড়ুন