বগুড়া অফিস :
বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ মোঃ জামাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে এপিবিএন বগুড়ার একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত ব্যক্তি, ঢাকার সাভার থানার লুটেরচর এলাকার মোঃ দিল গনির ছেলে মোঃ জামাল হোসেন (৪০)।
জানা গেছে, গোপন সংবাদেও ভিত্তিতে শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল ও ১ টি লাল রংয়ের ণঅগঅঐঅ ঋতঝ ঠবৎংরড়হ (ইয়ামাহা এফজেডএস ভার্সন) ৩.০ এর ১৫০ সিসি মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।