• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

৯৯৯ নম্বরে ফোন পেয়ে চড়াই পাখি উদ্ধার করলো কাজিপুর ফায়ার সার্ভিস

রিপোর্টারঃ / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ :  ফ্লোর থেকে বেশ খানিকটা উপরে মসজিদের স্বচ্ছ কাঁচের জানালার ভিতর  ভুল করে ঢুকে পড়ে এক চড়াই পাখি। দীর্ঘক্ষণ যাবৎ বের হবার জন্যে পাখিটি ছুটোছৃটি এবং ডাকাডাকি করে।কিন্তু বের হতে পারছিলো না। এদিকে মসজিদে আগত লোকজনও চড়াইটিকে বের করতে পারছিলেন না। অবশেষে ৯৯৯ সেবা নম্বরে ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন এসে পাছিটিকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার মেঘাই বাজারে নির্মানাধীন মডেল জামে মসজিদে।

স্থানীয় লোকজন জানান, বুধবার সন্ধ্যায় চড়াই পাখিটি মসজিদের জানালার দুই গ্লাসের ভিতর ঢুকে পড়ে বের হবার জন্যে ছুটোছুটি করতেছিলো। এসময় লোকজন পাখিটির চিৎকার শুনে এগিয়ে গিয়ে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়।এসময় ঢাকা যাবার উদ্দেশ্যে উপজেলার শিমুলদাইড় গ্রামের গৃহবধু মারজিয়া খাতুন মসজিদের পাশে গাড়ির জন্যে অপেক্ষা করছিলেন। তিনি চড়াই পাখির ওই অবস্থা দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে কাজিপুর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম ও তার লোকজন আধা ঘন্টার চেষ্টায় পাখিটিকে উদ্ধার করে। এসময় তিনি বলেন, একজন গৃহবধুর পাখির প্রতি ভালোবাসায় আমরাও মুগ্ধ। নিরাপদে চড়াইটিকে আমরা ধরে ওই গৃহবধুর হাতে দিয়েছি। পরে পাখিটিকে অবমুক্ত করা হয়েছে।

মারজিয়া খাতুন জানান, যখন আমি সন্ধ্যায় মসজিদের নিকটে আসি তখন চড়াইটি জোরেসোরে বেরুবার জন্যে চেঁচামেচি ও ছুটোছটি করতেছিলো। পরে ৯৯৯ নম্বরে ফোন করি। ওকে উদ্ধার করে ছেড়ে দিতে পেরে ভালো লাগছে।#


এ সম্পর্কিত আরও পড়ুন