মোঃ নাজমুল হাসান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার ধামরাই উপজেলার প্রতিটা বাজারেই কমতে শুরু হয়েছে শীতকালীন সবজির দাম, গতকাল ধামরাই উপজেলার কালামপুর, সূতিপাড়া, ইসলামপুর, কাওলিপাড়া সহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় যে আগে তুলনায় সবজির দাম অনেক কমেছে। স্বাক্ষর সরকার বলেন আমরা যা সবজি বিক্রয় করি এখন সবজির দাম কম থাকায় সাধারণ ক্রেতাগণ অনেক খুশি এবং অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার পেয়ে অনেক খুশি।
আজকে বাজার মূল্য সবজির নতুন আলু ৩০ টাকা,ফুল কপি ৩০ টাকা পিস, টমেটো ৬৫ টকা কেজি,সিম ৩০ টাকা কেজি, কাঁচা মরিচ ৪০ টাকা কেজি,বেগুন ৩০/৪০ টাকা কেজি,পাতা কপি ৩০ পিস,আদা ১০০ টাকা, শসা ৫০ কেজি, মূলা ১০/১৫ টাকা কেজি, গাজর ৫০ টাকা, পেয়াজ ৩০ টাকা কেজি,তবে দাম বেড়েছে রসুন এর প্রতি কেজি রসুন বিক্রয় হচ্ছে পূর্বের মূল্য ৮০ টাকা বর্তমান মূল্য ১০০ টাকা কেজি প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাক, প্রতি কেজি ডালে দাম বেড়েছে৪/৫ টাকা। তবু ও নিম্ন মধ্য বিত্ত আয়ের মানুষ গুলো অনেক খুশি সবজির দাম কমায়|