গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাটের গুদামে আগুন লেগে প্রায় ৪ হাজার মণ পাট পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। একই সঙ্গে পাশে থাকা ৩টি বাড়িও পুড়েছাই হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর)বেলা ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারের পাট গুদামে অগ্নিকা-ের এঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,মহিমাগঞ্জের বাসিন্দা আজাহার আলীর পাট গুদাম থেকে হঠাৎ আগুনের সুত্রপাত দেখা দেয়।মুহুর্তে আগুনে লেলিহানশিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় গুদামের পাশে থাকা ৩টি বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, আগুনে প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত আজাহার আলী বলেন, কি ভাবে আমার পাটের গুদামে আগুন লেগেছে তাঠিক বলতে পারছিনা। অগ্নিকা-ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ বাপারে গোবিন্দগঞ্জ ফায়ারসার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিসের ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ পর্যন্ত কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপন করা হয়নি।