বগুড়া অফিস :
বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ১ (এক) কেজি গাঁজাসহ মোঃ ইয়াছিন আলী (৩৭) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে এপিবিএন বগুড়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তি, নওগাঁর মান্দা উপজেলার কান্তা এলাকার মৃত জফির উদ্দিনের ছেলে মোঃ ইয়াছিন আলী (৩৭)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়া এলাকায় ভিআইপি ট্রাভেলস্রে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ (এক) কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।