কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
কাউনিয়ায় কেঁচো দিয়ে তৈরি ভার্মি কম্পোষ্ট সার কারখানা পরিদর্শন করেছেন খামার বাড়ি কৃষি সস্প্রাসারন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল হক ম-ল। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার নাজিরদহ এলাকার কৃষক মেনাজ উদ্দিনের বাড়িতে অবস্থিত জীম এগ্রো কারখানাটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন খামার বাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক শামিমুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন সাথী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর, উপসহকারি কৃষি কর্মকর্তা আল আমিন সাংবাদিক জসিম সরকার, সাইফুল ইসলাম সহ প্রমুখ। জানা গেছে, ওই গ্রামের মেনাজ উদ্দিন প্রথমে ১৫ টি রিংয়ে তৈরি করে ভার্মি কম্পোষ্ট কেঁচো সার উৎপাদন করা শুরু করে। ২০২২সালে ন্যাশনাল এগ্রিকালচার প্রেগ্রাম (এনএনটিপি-২) প্রকল্পের আওতায় ও আই এম এফ – ৩ এর অর্থায়নে কেঁচো দিয়ে তৈরি ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন শুরু করেন।
গরুর গোবর ও কেঁচো দিয়ে তৈরি এ সারের ব্যাপক চাহিদা থাকায় বাণিজ্যিক ভাবে গোটা কাউনিয়া উপজেলায় ব্যাপক সাড়া পড়ে যায়। প্রথমে ১৫ টি রিংয়ে তৈরি করা হলেও এখন তা ৮০টির সেটে গিয়ে দাড়িয়েছে। গত বছরে ৪০ মেট্রিক টন সার উৎপাদন করে বিক্রি করেছেন। চলতি মৌসুমে ব্যাপক চাহিদা থাকায় কৃষকের পাশাপাশি একটি বেসরকারি কোম্পানীর নিকট ২০ মেট্রিক টন সার বিক্রির চুক্তি হয়েছে।
বর্তমানে ১৫ থেকে ২০ দিনে ৮ টন থেকে ৯ টন সার উৎপাদন করা যাচ্ছে। বর্তমানে কারখানাটি ব্যাপকতার জন্য ইতিমধ্যেই সরকারি ভাবে ৫ লক্ষ্য ৮১হাজার টাকা সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাহানাজ পারভিন সাথী। কৃষি উদ্দোক্তা মেনাজ উদ্দিন জানান কৃষি বিভাগের সহোযোগিতার কারনে আজ আমি এই পযর্ন্ত আসতে পারছি, তাই সব সময় তাদের সহোযোগিতা কামনা করছি।