ইব্রাহিম খলিল, সাভার উপজেলা প্রতিনিধি :
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর রবিবার র্যাব-৪ এর পৃথক দুইটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এবং গাজীপুর জেলার বাসন এলাকায় অভিযান পরিচালনা করে ৮৮ গ্রাম হেরোইন, ৯০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সীমকার্ড, ২টি মেমোরীকার্ড এবং নগদ-৮৮০/-টাকাসহ রাজশাহী জেলার আমানউল্লাহ, মোসাঃ ফেন্সি বেগম এবং কক্সবাজার জেলার সাহিদা আক্তার নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া, গাজীরপুর জেলার বাসন, কাপাসিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া রয়েছে বলে জানান র্যাব-৪।
এ/হক