স্টাফ রিপোর্টারঃ সাহিত্য শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশের ছবি বুকে ধারণ করে চলা বদ্বীপ বাংলাদেশ পত্রিকার সাহিত্য সম্পাদক ইলোরা খাতুন সোমা পেলেন “কবিতা সাহিত্য প্রুপ প্রকাশনা” পুরস্কার-২০২২। শনিবার রাজধানী ঢাকার পুরানা পল্টন দারুস সালাম মার্কেট মিলনায়তনে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি, সাহিত্যিক ও পরিবেশ গবেষক ড. জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বহুভাষাবিদ, কবি ও সাহিত্য গবেষক মাহমুদুল হাসান নিজামী।
বিকেল তিনটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সংগঠক সিহাব রিফাত আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সংগঠক রেজাউল করিম টিটো, এসএম আজহারুল ইসলাম আজাদ ও সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে দেশের নানা প্রান্তের কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার পেয়ে ইলোরা খাতুন সোমা বলেন, এ অর্জন আমাকে সাহিত্য শিল্প আর সংস্কৃতির বিকাশে নব উদ্যোমে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমৃত্যূ সাহিত্য সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। এজন্য সবার দোয়া কামনা করছি। আর আয়োজক কমিটিকে আমার পত্রিকা বদ্বীপ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।