• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

কবিতা সাহিত্য গ্রুপ প্রকাশনা পুরস্কার পেলেন ইলোরা সোমা

রিপোর্টারঃ / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ সাহিত্য শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশের ছবি বুকে ধারণ করে চলা বদ্বীপ বাংলাদেশ পত্রিকার সাহিত্য সম্পাদক ইলোরা খাতুন সোমা পেলেন “কবিতা সাহিত্য প্রুপ প্রকাশনা” পুরস্কার-২০২২। শনিবার রাজধানী ঢাকার পুরানা পল্টন দারুস সালাম মার্কেট মিলনায়তনে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি, সাহিত্যিক ও পরিবেশ গবেষক ড. জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বহুভাষাবিদ, কবি ও সাহিত্য গবেষক মাহমুদুল হাসান নিজামী।

বিকেল তিনটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সংগঠক সিহাব রিফাত আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সংগঠক রেজাউল করিম টিটো, এসএম আজহারুল ইসলাম আজাদ ও সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে দেশের নানা প্রান্তের কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

 

পুরস্কার পেয়ে ইলোরা খাতুন সোমা বলেন, এ অর্জন আমাকে সাহিত্য শিল্প আর সংস্কৃতির বিকাশে নব উদ্যোমে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমৃত্যূ সাহিত্য সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। এজন্য সবার দোয়া কামনা করছি। আর আয়োজক কমিটিকে আমার পত্রিকা বদ্বীপ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


এ সম্পর্কিত আরও পড়ুন