এস এম জহিরুল ইসলাম, গাজীপুর :
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৪নং তেলীহাটি ইউনিয়ন পরিষদে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিজয় দিবস নিয়ে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর কর্মজীবন, আদর্শ ও গুনাগুন সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় প্রজেক্টর এর মাধ্যমে ভিডিও ক্লিপ দেখানো হয়। দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা করেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার ও ইউনিয়ন পরিষদের সচিব হান্নান খান, এসময় উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য তারেক হাসান বাচ্চু, মোঃ শফিকুল ইসলাম, আইনুল হকসহ ইউপি সদস্যগণ। এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।