বগুড়া অফিসঃ
শনিবার (১৭ ডিসেম্বর)ভোরে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আলা উদ্দিন (৬৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শহরের বনানী-মাটিডালী সড়কে বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এলাকায় তার মরদেহ পড়েছিল।
নিহত আলা উদ্দিন বগুড়া বিসিক শিল্পনগরীর একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের সুলতানগঞ্জ পাড়ার বাসিন্দা।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অদূরে সড়কের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধারের পর জানা যায় নিহত ব্যক্তি শহরের সুলতানগঞ্জ পাড়ার বাসিন্দা। তার স্বজনরা পুলিশকে জানায়, আলা উদ্দিন বিসিক শিল্পনগরীতে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
এসআই মিজান বলেন, ধারণা করা হচ্ছে, দায়িত্বপালন শেষে ভোরে আলা উদ্দিন ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত কোনো পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।