রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ যোগদানের পর থেকে বেড়েছে ভূমি সেবার মান। ভোগান্তি ছাড়া উন্নত ভূমি সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।
জানাযায়, এই উপজেলায় তানজিল পারভেজ যোগদান করার পর থেকেই সকল ইউনিয়ন ভূমি অফিসে কোন প্রকার ভোগান্তি ও হয়রানি ছাড়াই কাংখিত সেবা পাচ্ছে সাধারণ মানুষ। এখন আর নামজারী করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না। সরকারী ফি ছাড়া দিতে হয় না অতিরিক্ত কোন টাকা। সঠিক সময়ে আবেদনকারী পেয়ে যাচ্ছে তাঁর কাংখিত সেবা।
আর ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হওয়ার কারণে দূর্নীতি করার কোন সুযোগ নেই। যার কারণে কোন প্রকার ভোগান্তি ও হয়রানি ছাড়াই কাংখিত সেবা পাচ্ছে সাধারণ মানুষ। সহকারী কমিশনার তানজিল পারভেজ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন ভূমি সেবা নিতে আসা জনসাধারণ যেন কোন ভাবেই ভোগান্তির শিকার না হয়। সেদিকে সকলে সজাগ থাকার জন্য নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ বলেন, রায়গঞ্জ উপজেলার সাড়ে ৩ লক্ষ মানুষ যেন সঠিক ভূমি সেবা পায় সেজন্য আমি সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। কোন প্রকার ভোগান্তি ও হয়রানি ছাড়াই যেন সাধারণ মানুষ উন্নত ভূমি সেবা পায় সেজন্য আমি সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।