• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

অবকাঠামো উন্নয়নে বদলে গেছে উল্লাপাড়ার গ্রামীণ চিত্র

রিপোর্টারঃ / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

লিখন আহমেদ, সিরাজগঞ্জ :
অবকাঠামো উন্নয়নে দিনদিন বদলে যাচ্ছে উল্লাপাড়া উপজেলার গ্রামীন জনপদের দৃশ্যপট। গত ৮ বছরে উল্লাপাড়ায় উপজেলায় এলজিইডি কর্তৃক ৫শত চৌষট্টি কোটি টাকার উন্নয়ন হয়েছে। ফলে উপজেলার সর্বস্তরেই উন্নয়নের ছোয়া লেগেছে। এলজিইডি সূত্রে জানা গেছে, গত ৮ বছরে উপজেলায় প্রায় আড়াই’শ কোটি টাকা ব্যয়ে ৩৫১ টি সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। দেড়’শ টাকা ব্যয়ে ১৬টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। ৬কোটি টাকায় ১১৮টি সামাজিক উন্নয়ন মুলক কাজ হয়েছে। উপজেলার ৬টি গ্রামীণ বাজারে ৬ কোটি টাকা ব্যয়ে হাট গ্রোথ সেন্টার, প্রায় ১কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৭টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করা হয়েছে। ১কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১৬টি সুপেয় পানির পাম্প নির্মাণ করা করেছে এলজিইডি। দুইটি ইউনিয়ন পরিষদ নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১ কোটি ৮৬ লাখ টাকা এবং ১৬৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও সংস্কার কাজ করা হয়েছে এতে ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা।

এছাড়াও এলজিইডির অধিনে মসজিদ, মন্দির, ঈদগাহ ও শ্মশান নির্মাণ ও সংস্কার কাজ করা হয়েছে। এলজিইডির অধিনে এসব উন্নয়ন মুলক কাজ নিয়মিত রক্ষনাবেক্ষন করে যাচ্ছে উল্লাপাড়া এলজিইডি। প্রত্যন্ত অঞ্চলে রাস্তা-ঘাট,নদ-নদীর উপর ব্রিজ/কালভার্ট নির্মাণ করে জনজীবনে নতুর সম্ভাবনার দ্বার উন্মোচন করা হচ্ছে।

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এমপি তানভীর ইমামের প্রচেষ্টায় উল্লাপাড়া উপজেলায় শহর থেকে গ্রাম পর্যায়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং উন্নয়ন চলমান রয়েছে। এমন দৃশ্যমান উন্নয়ন আর কোনো সরকারের আমলে হয়নি।

উল্লাপাড়া এলজিইডির প্রকৌশলী আবু সায়েদ বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে অদম্য অগ্রযাত্রায় উল্লাপাড়া উপজেলা জুড়ে ব্যাপক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড হয়েছে ও চলছে। এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, হাট-বাজারসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলাকার জনগণের জন্য কাজ করছি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ মোতাবেক ‘আমার গ্রাম, আমার শহর’ হবে।


এ সম্পর্কিত আরও পড়ুন